বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ^াসের কণ্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যার্শী গরীবের ডাক্তার খ্যাত আলহাজ্জ অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমের বোন এবং অত্র স্কুলের ১৯৮১ সালের কৃতি শিক্ষার্থী কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ১ম কিস্তির (জানুয়ারী-জুন’২৫) মাসিক ৫শত টাকা করে প্রত্যেককে এককালীন ৩ হাজার টাকা করে ২০ জন শিক্ষার্থীর ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বৃত্তির টাকা প্রদানকালে স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল মোনায়েম এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, প্রকৌশলী ড. হোসনে আরা বানু এর মেজ ভাই বিশিষ্ট সমাজ সেবক মো: হাবিবুর রহমান, আলহাজ্জ মো: রেজাউল ইসলাম, এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মাহবুর রহমান, শিক্ষক মো: মিজানুর রহমান সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত সকলে- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাতে বৃত্তির টাকা নিয়ে শিক্ষা সংক্রান্ত কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় না করে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান এবং ড. হোসনে আরা বানু ও তার পরিবারের জন্য দোয়া করতে বলেন।