শিবপুর প্রতিনিধি \ সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা জাল্লবিল হতে ডাকাতি পোতা অভিমূখের সেচনালা খননের উদ্বধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ^াস, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ আজারুল ইসলাম, সন্তোষ মন্ডল, কাজী আবু সুলতান তুষার, মোঃ আব্দুল হাই, আনজুয়ারা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আব্দুল গফ্ফার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং কৃষকরা বলেন জাল্লা ও কচুর বিলের সেচনালাটি খনন করলে অত্র এলাকার প্রায় ১০০০ হাজার বিঘা জমির ইরি ও আমন চাষাবাদ হবে এবং মৎস্য ঘের গুলো ডুবার সম্ভনা থাকবে না।