এড. তপন কুমার দাস \ সাতক্ষীরায় আলোর দ্রæতি ছড়িয়ে, আলো ঝলমলে পরিবেশে, রক্তদান, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। দ্ব›েদ্ব কোন আনন্দ নাই’আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ৮ টায় জেলা জজ কোট চত্বরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। পরে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দিন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এমশাহ আলম, সাধারণ সম্পাদক এড. ইমদাদ হোসেন, পিপি এড. শেখ আব্দুস সাত্তার, জিপি এড. অসীম কুমার মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ, মহিলা অধিদপ্তর উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাসির উদ্দিন ফরাজী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জজ রুবায়াত হাসান শাওন। সমাপনী বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের সকল নাগরিক আইনের সেবা পাওয়ার অধিকার রাখে। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও প্রত্যন্ত অঞ্চলের জনগণ লিগ্যাল এইডের সহায়তা পাবেন। জেলায় লিগ্যাল এইডের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছি। আমি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেব। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। সাতক্ষীরারয় প্রতিটি ঘরে লিগ্যাল এইডের আলো পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সকলকে সাথে নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করব। এসময় বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রধান উপস্থিত ছিলেন।