আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে কেমিস্টস সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিসিডিএস সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সিনিঃ সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, ফিরোজ আহমেদ বাচ্চু, আবুল হোসেন খোকন, রফিকুর রহমান মিন্টু, সদর উপজেলা সদস্য অহিদুজ্জামান, পাটকেলঘাটা সদস্য রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদস্য এস এম আঃ রব, কালিগঞ্জের সিরাজুল ইসলাম, পাটকেলঘাটার রফিকুল ইসলাম, বুধহাটার রবিউল ইসলাম, দরগাহপুরের খলিফাতুল্লাহ, প্রতাপনগরের আক্তারুজ্জামান, গোয়ালডাঙ্গার আলি রেজা, কাকবাসিয়ার খাইরুল হোসেন, বিছটের সমিত্র দাশ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি রাশিদুজ্জামান প্রমুখ। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সভায় জনস্বার্থে সরকার নির্ধারিত মূল্য থেকে ৫% ছাড়ে জেলার সর্বত্র খুচরা ঔষধ বিক্রয় করা, সকল ভেজাল নিম্নমান, মেয়াদ উত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও সরকারিসহ সব ধরণের অবৈধ ঔষধ ক্রয় বিক্রয় বন্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।