এফএনএস স্পোর্টস: দুই ম্যাচে টানা সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করে চলেছেন ওপেনার জাওয়াদ আবরার। তাঁর অনবদ্য ইনিংসের ওপর ভর করে কলম্বোতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব—১৯ দলকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব—১৯ দল। এতে ছয় ম্যাচের সিরিজে ৩—১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরাÑঅর্থাৎ, এই সিরিজ আর হারছে না বাংলাদেশ।
গতকাল শনিবার কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যুব দল তোলে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রান, যা দেশের বাইরে তাদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দেশের মাটিতেও এই স্কোর ছাড়িয়েছে কেবল একবারÑ২০১৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৪০ রান ছিল সর্বোচ্চ।
এই রেকর্ড ইনিংসের মূল নায়ক জাওয়াদ আবরার। তিন দিন আগেই অপরাজিত ১৩০ রানের ঝলমলে ইনিংস খেলা এই ওপেনার এদিন করেন ১১৫ বলে ১১৩ রান। তাঁর ইনিংসে ছিল ১৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা। আবরারের সঙ্গে ১৩৫ রানের বড় পার্টনারশিপ গড়েন চার নম্বরে নামা রিজান হোসেন, যিনি খেলেন ৭৭ বলে ৮২ রানের কার্যকর ইনিংস।
উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও কালাম সিদ্দিকী শুরুটা করেন দুর্দান্ত। কালাম ২৪ বলে করেন ১৯ রান, এরপর অধিনায়ক আজিজুল হাকিম (২৩) আউট হলে কিছুটা চাপে পড়ে দল। কিন্তু জাওয়াদ—রিজানের দৃঢ়তায় আবারও ছন্দে ফেরে ইনিংস। রিজানের ব্যাটে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।
জাওয়াদের বিদায়ের পরও ইনিংস থেমে থাকেনি। শেষদিকে রানের গতি বাড়িয়ে দেন মোহাম্মদ আবদুল্লাহ (২৭ বলে ৩২), দেবাশিষ দেবা (১১ বলে ১৯), সামিউন বশির (৮ বলে ২৩) এবং আল ফাহাদ (৫ বলে ১৯*)। শেষ ১০ ওভারে বাংলাদেশ তোলে ১১০ রান, আর শেষ ৬ ওভারে আসে ৮৫ রান।
শ্রীলঙ্কার হয়ে রাসিথ নিমসারা ১০ ওভারে ৯৬ রান দিয়ে নেন ৩ উইকেটÑযুব ওয়ানডেতে লঙ্কানদের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। থারুশা নাভোদিয়া ও সানুজা নিন্দুওয়ারা পান যথাক্রমে ২ ও ১ উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ৩৬ রানের মধ্যে হারায় ৪ উইকেট। ওপেনার দুলনিথ সিগেরা শূন্য রানে ফেরেন, অন্য প্রান্তে রেহন পেইরিস করেন মাত্র ১ রান। এরপর বোলিংয়ে চমক দেখান ফাহাদ, সানজিদ ও অধিনায়ক আজিজুল।
তবে অধিনায়ক দেনুরা দিনসারা কিছুটা প্রতিরোধ গড়েন। ৭২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। চামিকা হিনাটিগালার ব্যাট থেকে আসে ১৮ বলে ৩০ রান। ৯ নম্বরে নামা রাসিথ নিমসারা করেন ২৯ বলে ৩৯ রান। বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে থেমে যায় লঙ্কানদের ইনিংসÑমোটে ১৯০ রানে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল ফাহাদ। ২টি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম। একটি করে উইকেট পান সামিউন বশির, দেবাশিষ দেবা ও কালাম সিদ্দিকী।
সিরিজে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়। এখন সিরিজের বাকি দুটি ম্যাচে বাংলাদেশের সামনে থাকছে সিরিজ জয়ের মুকুট নিশ্চিত করার সুযোগ।