রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাটলারের দলে জায়গা পাচ্ছেন পাঁচ বিদ্রোহী ফুটবলার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫

এফএনএস স্পোর্টস: দীর্ঘ প্রতীক্ষা শেষে বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার খুলে দিয়েছেন সেই বহু কাক্সিক্ষত দরজা। ভুটানে খেলার কারণে জাতীয় দলের বাইরে থাকা ১০ ফুটবলারের মধ্য থেকে পাঁচজনকে আবারও জাতীয় দলে ডাক দিয়েছেন তিনি।
এরা হলেনÑমনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা। এই পাঁচজনই ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর জাতীয় দলের ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে ভুটানে লিগ খেলতে চলে যান, যা অনেকের কাছে “বিদ্রোহ”হিসেবেই বিবেচিত হয়েছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, আগামী জুনে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাটলারের দলে ডাক পেয়েছেন এই পাঁচ তারকা ফুটবলার। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে জর্ডানে, যথাক্রমে ৩১ মে ও ৩ জুন।
এই প্রীতি ম্যাচগুলো নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে খেলবে বাংলাদেশ। বাছাই পর্ব শুরু হবে ২৩ জুন, মিয়ানমারে। সেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
উল্লেখ্য, ভুটানের প্রিমিয়ার লিগে অংশ নিতে গিয়ে দলের নিয়মিত ক্যাম্পে অনুপস্থিত ছিলেন মোট ১০ জন নারী ফুটবলারÑসাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার। তাদের মধ্যে থেকেই পাঁচজনকে ফিরিয়ে আনা হচ্ছে জাতীয় দলের শিবিরে।
এই সিদ্ধান্ত অনেকের কাছে কোচ বাটলারের নমনীয়তা ও বাস্তবতাবোধের পরিচায়ক হিসেবে দেখা হলেও, ফুটবল মহলে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। দলীয় ঐক্য ও পারফরম্যান্সের স্বার্থে গুরুত্বপূর্ণ এই পাঁচজনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দিচ্ছে আগামীর টুর্নামেন্টগুলোকে ঘিরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com