রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই: ফারুক আহমে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫


এফএনএস স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সম্প্রতি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা নেতিবাচক আলোচনা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ঘুরপাক খাচ্ছে। তবে এসব অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘মনগড়া’ বলে দাবি করেছেন তিনি।
গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দেন ফারুক আহমেদ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“আমার ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি থাকত, আমি আজ এখানে থাকতে পারতাম না। আমি এই নতুন সরকারের অধীনে বিসিবি প্রেসিডেন্ট। যদি কোনো সংশ্লিষ্টতা থাকত, তাহলে আজ আমি এই পদে থাকতাম না।”
প্রসঙ্গত, ফারুক আহমেদ ২০২৩ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন। এর পর থেকেই তার কিছু কর্মকাণ্ড এবং অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলে আসছে। তবে ফারুক মনে করেন, এসবের পেছনে মূলত ব্যক্তিগত স্বার্থ এবং বোর্ড সভাপতির পদে অন্য কারও আগ্রহই বড় কারণ।
তিনি বলেন,
“ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে অনেকেই আগ্রহী। তাই এসব নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু আমি মনে করি, গঠনমূলক সমালোচনাই জরুরি। আমরা ভুল করলে তা বলুন, কিন্তু ভালো কাজগুলোও সামনে আসুক।”
ভবিষ্যতে বিসিবির সভাপতি পদে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের দিকেই মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ফারুক বলেন,
“আমার মূল দায়িত্ব দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। ত্রুটি থাকলে অবশ্যই বলবেন, তবে সেটি গঠনমূলক হোক। আমরা চাই, বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাক।”
একই অনুষ্ঠানে দেশের ক্রিকেটের তৃণমূল উন্নয়ন নিয়েও কথা বলেন ফারুক। প্রায় এক দশক পর বিসিবির উদ্যোগে তৃতীয় বিভাগ বাছাইয়ের আয়োজন করা হয়েছে। এতে ইয়াং টেরিপাস ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হয়েছে। ফারুক আশাবাদ ব্যক্ত করেন, এই ধারা যেন নিয়মিত চালু থাকে এবং এখান থেকেই ভবিষ্যতের ক্রিকেটার উঠে আসে জাতীয় পর্যায়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com