রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ট্রাকভর্তি অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় অপরিপক্ব আম বাজারজাতের চেষ্টার সময় এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করে। পরে তারা আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে মোট ৪০০ ক্যারেট গোবিন্দভোগ জাতের অপরিপক্ব আম ছিল। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আমগুলো ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com