রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডুমুরিয়ায় হজ্জ প্রশিক্ষণ ২০২৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ হজ্জ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরয ইবাদত। যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয। এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফযীলতও সীমাহীন। পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ্জ শ্রেষ্ঠতম। রাসূল (ছাঃ) অন্য সকল আমলের উপর হজ্জের মর্যাদাকে পূর্ব ও পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। কবুল হজ্জের পুরস্কার জান্নাত। হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফযীলত ও মর্যাদা। এই ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। নিম্নে হজ্জের গুরুত্ব ও ফযীলত আলোচনা করা হল।এস এফ ট্রাভেলসের আয়োজনে শনিবার ৩রা মে সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে হজ্জ প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস এফ ট্রাভেলস চেয়ারম্যান হাফেজ মাওলানা ফারুক হাসান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান আলোচক ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি ও বানিয়াখালি মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, বিশেষ অতিথি ফরিদপুর জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ইমাম ও খতিব ফরিদপুর সদর জামে মসজিদে মুফতি শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি মুফতি আসলাম হোসাইন, ডুমুরিয়া মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, খুলনার পাইকগাছায় এস এফ ট্রাভেলস প্রতিনিধি হাফেজ মাওলানা শামসুদ্দীন, আলহাজ্ব শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরা জেলার আলহাজ্ব ইয়া ইয়া, উপস্থিত ছিলেন খর্নিয়া ইউনিয়নের প্রশাসক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, আলহাজ্ব শাহজাহান জমাদার, শেখ হেফজুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম, এফ এম মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ওমর ফারুক, আলহাজ্ব আব্দুস সাত্তার, সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এফ ট্রাভেলস প্রতিনিধি ডুমুরিয়ার শাহপুর জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আসাবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com