কালিগঞ্জ ব্যুরো \ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামী ১০ মে উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে কর্মী সম্মেলন উপলক্ষে পথসভা, লিফলেট বিতরণ ও গণ-সংযোগ করেছেন জামায়াতী ইসলামি কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকাল ৫টায় কালিগঞ্জের ফুলতলা মোড়ে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় আগামী ১০ মে সকাল ৯টায় মহিলা এবং বিকাল ৩টায় পুরুষ কর্মী সম্মেলন সফল করার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান এবং সর্বসাধারণকে জনসভায় উপস্থিত থেকে দেশ ও জনগনের কল্যাণে জামায়াতে ইসলামীকে সামনে এগিয়ে যেতে সহযোগীতার আহবান জানান। সভা শেষে উপস্থিত নেতা কর্মীদের মধ্য থেকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্য আগামী শনিবারের কর্মী সমাবেশ সফল করতে উপজেলা পেশাজীবি বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ৩ টি দলে বিভক্ত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কের জনসাধারণ, ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানদের সাথে গণ-সংযোগ ও কর্মী সম্মেলনের বার্তা পৌছে দেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সাতক্ষীরা জেলা জামাতের আমির মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি ও জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম।