খুলনা প্রতিনিধি \ গতকাল খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনায় ২০০৫/০৬ ব্যাচের উদ্যোগে ইনস্টিটিউটের অডিটরিয়ামে পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রাঃ অধ্যক্ষ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ ড. এসএম ফেরদৌস। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবঃ আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিসার কৃষিবিদ অশোক কুমার শর্মা, অবঃ সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ বুদ্ধদেব সেন, ভোমরা স্থল বন্দরের সংগনিরোধ উপপরিচালক কৃষিবিদ কাজী শাহনেওয়াজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মূখ্য প্রশিক্ষক কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন, খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. রুবায়েত আরা। সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন পুনর্মিলনী কমিটির সদস্যবৃন্দ। পুনর্মিলনী-২০২৫ এর প্রধান সমন্বয়ক খুলনা টাউন নার্সারীর উপ-সহকারী উদ্যান অফিসার ডি. কৃষিবিদ শেখ মনজুর আলম সুত্রে জনা যায়, ২০০৪-০৫ সালে ১৯১ জন ছাত্র-ছাত্রী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর হতে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে। যার মধ্যে ৪১ জন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি অফিসার, ১৩ জন মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষক, ৩ জন প্রাইমারী শিক্ষক, ৩ জন ব্যাংকার, কয়েকজন প্রবাসে এবং অবশিষ্টরা নিজ পেশায় উদ্যোগী হিসেবে সু-প্রতিষ্ঠিত। সহপাঠীদের মধ্যে ৪ জন ইতিমধ্যে পরলোকগমন করেছেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন খালিশপুর রোটারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা ফাতেমাতুজ জান্নাত ও সাতক্ষীরার মাই টিভির প্রতিনিধি ফয়েজ উল হক অপরাহ্নে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।