সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড কলারোয়ায় সার্চ কমিটি বাতিলের দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফহরাদকে অব্যাহতি কালিগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে এক সন্তানের জননীর মৃত্যু ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ শিক্ষক কালিপদ রায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ইসরায়েলে ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং ভারতের সেনা—বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২

কলারোয়ায় সার্চ কমিটি বাতিলের দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের কলারোয়ায় বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিশ্বাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা—১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক ও ৪—৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। তবে, গঠিত এই সার্চ কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে— যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। ফলে স্থানীয় বিএনপির একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচিত নয়, নিরপেক্ষ কমিটি চাই’—এমন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এক গ্রুপের পছন্দ অনুযায়ী কমিটি তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ থেকে দাবি জানানো হয়— নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন। তাদের দাবি ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে যাদের দেখা গেছে তাদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয় সোমবারের মধ্যে যদি সার্চ কমিটি বাতিল করা না হয় তাহলে ওইদিন বিকেলে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, শওকত হোসেন, মীর রফিক, যুবদল নেতা মোজাফফর হোসেন, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, বাবু, হাবিল, প্রভাষক আ.সালাম দিলু, কৃষক দল নেতা রুহুল কুদ্দুস, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর, শুভ রাসেল, জি এম সোহেল, প্রিন্স, আকিব, রাব্বি, সৈকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com