বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ গতকাল রাতে খুলনা জেলার বটিয়াঘাটায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে খুলনা বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার জনৈক ফারুকের হাঁসের খামারে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান” ছয় রাউন্ড গুলি “বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, ২টা মোটরসাইকেল, ১০টা মোবাইল, নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী(১) তৌহিদুর বিশ্বাস তুহিন ওরফে কালা তুহিন (২) কেএম মিজানুর রহমান সুজন (৩) মো. হাবীব। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী অফিসার মেজর দেবাশীষ বিষয়টি নিশ্চিত করেছেন এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।