দেবহাটা অফিস \ দেবহটা সখিপুর সরকারি খান বাহাদুর সহচান উল্লা কলেজ ছাত্রদলের সম্নেলনকে বিতর্কিত ও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচার, তাদের সাথে অশোভন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টিককারী অব্যহতি প্রাপ্ত আহবায়ক ইমরান ফরহাদ সহ তার সমর্থকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল উপজেলা ছাএদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ও কলেজ ছাএদলের আহবায়ক নাজমুল হুদা রন্টির নেতৃত্বে দেবহাটা প্রসক্লাবে সংবাদ সম্নেলন করেছে। লিখিত বক্তব্যে তারা বলেন অত্যন্ত সুষ্ঠভাবে কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহন হয়, উক্ত ভোট গননা পুনরায় করার দাবী করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সায় দিলেও অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক ইমরান ফরহাদ সহ তার সমর্থকরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অশোভন আচরন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে যা সংগঠন পরিপন্থী সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাÐে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। সংবাদ সম্নেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামীম হোসেন, অহেদ আলী প্রমূখ।