সোমবার, ১২ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাতাস বিশুদ্ধ করতে লাগান ইনডোর প্ল্যান্টস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

যান্ত্রিক শহরের একঘেয়ে জীবন আর ইট-কাঠের জঞ্জালে মানুষ আজ একটু সবুজ খোঁজে। সেই খোঁজেরই এক সুন্দর প্রতিফলন ইনডোর প্ল্যান্ট। অনেকেই এখন নিজের বসার ঘর, শোবার ঘর কিংবা রান্নাঘরের কোণায় টব সাজিয়ে আনছেন জীবনের ছোঁয়া। এক টুকরো প্রাকৃতিক শান্তি যেন ঘরের ভেতরেই। শুধু শখের বশেই নয়, মানসিক প্রশান্তি আর বাসার পরিবেশকে সতেজ রাখতেও ইনডোর গাছ কার্যকর। গবেষণা বলছে, ঘরে গাছ রাখা মানুষের স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায় এবং ঘুমের গুণমান উন্নত করে। সেইসঙ্গে ইনডোর প্ল্যান্ট ঘরের বায়ু পরিশোধনে সাহায্য করে। শোষণ করে কার্বন ডাই অক্সাইড, ছাড়ে অক্সিজেন। তবে ইনডোর গাছ মানেই যে সেটি যে কোনোভাবে রেখে দিলেই হবে, তা নয়। গাছও চায় যতœ, আদর আর পরিচর্যা। আর এই যতœটুকু দিতে পারলেই গাছ আপনাকে বিনিময়ে দেবে শান্তির নিঃশ^াস। বাংলাদেশের শহরাঞ্চলের আলো-বাতাসে মানিয়ে চলা বেশ কিছু গাছ ইনডোরে ভালো ফল দেয়। মানি প্ল্যান্ট, ¯েœক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট কিংবা পিস লিলির মতো গাছগুলো খুব সহজেই অল্প আলোতেও বেড়ে ওঠে। কেউ কেউ জানালার পাশে এরেকা পাম রাখছেন, আবার কেউ শোবার ঘরের এক কোণে পাতাবাহার বা অর্কিড। তবে গাছ রাখলেই তো আর দায়িত্ব শেষ নয়। প্রতিদিন গাছের দিকে তাকিয়ে দেখা, পাতাগুলো মুছে দেওয়া, শুকনো ডাল ছেঁটে ফেলা এসবও তো এক ধরনের আবেগের বহিঃপ্রকাশ। পানি দেওয়ার বিষয়েও রয়েছে সচেতনতা। অনেকেই প্রতিদিন গাছে পানি দেন, তবে এটি সব সময় প্রয়োজন হয় না। গাছের গোড়ার মাটি এক ইঞ্চি শুকিয়ে গেলে তবেই পানি দেওয়া উচিত। আর তা দেওয়া উচিত সকাল কিংবা বিকাল, যখন রোদ কিছুটা কমে আসে। আলোও ইনডোর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অনেক গাছ অল্প আলোতেও টিকে যায়, তবে সপ্তাহে অন্তত কিছু সময়ের জন্য হালকা সূর্যালোক পেলে গাছ সতেজ থাকে। জানালার পাশে রাখা গাছগুলো রোদ পেলে নতুন কুঁড়ি দেয়, আর পাতা থাকে উজ্জ্বল। টব নির্বাচনেও দরকার সামান্য যতœ। টবের নিচে যেন পানি বের হওয়ার পথ থাকে, তা নিশ্চিত করা জরুরি। জমে থাকা অতিরিক্ত পানি গাছের শিকড় পচিয়ে ফেলতে পারে। আর মাটির ক্ষেত্রেও নার্সারি থেকে আনা ‘পটিং সয়েল’ ব্যবহার করলে গাছ বেশি দিন সতেজ থাকে। তবে শুধু নিয়ম মেনে পানি বা আলো দিলেই গাছ বড় হয় না। গাছ চায় অনুভব, চায় ঘরের মানুষদের কাছ থেকে কিছুটা ¯েœহ। একেকটা পাতা যেন ঘরের একেকটা সদস্য। কেউ কেউ বলেন, গাছের সঙ্গে কথা বললে গাছ ভালো থাকে। সেটি বিশ^াস করুক বা না করুক, প্রতিদিন গাছের দিকে তাকানো, পাতায় হাত বুলিয়ে দেওয়া কিংবা নতুন কুঁড়ি দেখে খুশি হওয়াটাই যেন গাছ আর মানুষের সম্পর্কের এক অনন্য রূপ। এই সম্পর্কের মাঝেই গড়ে ওঠে একটা সবুজ ঘর, এক টুকরো প্রাণবন্ত পরিবেশ। ইনডোর প্ল্যান্ট শুধু শোভাবর্ধক নয়, বরং জীবনের সঙ্গে একটি নিরব ভালোবাসার যোগসূত্র। শহরের কোলাহলে থেকেও যে কেউ চাইলে নিজের চারপাশে কিছুটা নিঃশ^াস, কিছুটা শান্তি আর একটু মাটি গড়ে তুলতে পারেন, সেটিই প্রমাণ করে এই ছোট্ট গাছগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com