ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টমাস মুলার। জানিয়ে রেখেছেন, চলতি মৌসুম শেষ করেই ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। সে হিসেবে জার্মান এই মিডফিল্ডারের হাতে আছে আর মাত্র এক ম্যাচ। তবে ওই ম্যাচটি আবার প্রতিপক্ষের মাঠে খেলতে হবে বুন্দেসলিগার ক্লাব বার্য়ান মিউনিখের এই তারকাকে। মুলার ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত শনিবার রাতে। তবে নিজ আঙ্গিনায় শেষ ম্যাচটি তার জন্য সুখকরই ছিল। জয় দিয়েই ২৫ বছর বয়সী তারকাকে ঘরের মাঠ থেকে বিদায় জানিয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন। গত শনিবার বুন্দেসলিগায় বরুশিয়া মচেনগøাডবাখকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বায়ার্ন। মৌসুমে তাদের আর একটি ম্যাচ আছে। মুলার বায়ার্নের যুব একাডেমি থেকে উঠে এসে ক্লাবের হয়ে রেকর্ড ১৩টি লিগ শিরোপাসহ অগণিত ট্রফি এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। যে কারণে ম্যাচ শুরুর আগেই মূল আকর্ষণ হয়ে ওঠেন তিনি। খেলা শুরুর আগে ক্লাবের কর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠান হয়। সেখানে ফুল এবং তার সব শিরোপার সঙ্গে একটি ছবি উপহার দেওয়া হয়। এটি ছিল বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৭৫০তম ম্যাচ। শুরুতে আক্রমণে এগিয়ে ছিল গøাডবাখই। তারা প্রথমদিকে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। গত সপ্তাহেই ৩৪তম জার্মান লিগ শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। যে কারণে এই ম্যাচে তাদের কাছে কম গুরুত্বের। ফলে প্রথমদিকে কিছুটা ছাড় দিয়ে খেলেছিল বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। তবে ম্যাচের ৩১ মিনিটে খেলার প্রবাহের দিক পাল্টে যায়। গোল পায় বায়ার্ন। বুন্দেসলিগার শীর্ষ গোলদাতা হ্যারি কেইনের বলে মাথা লাগিয়ে মাইকেল অলিসের শটকে গোলে পরিণত করেন। এটি ইংলিশ অধিনায়কের ২৫তম লিগ গোল। কেইন বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন, যিনি তার প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতবেন। এক ম্যাচ বাকি থাকতে তিনি এই পথে এগিয়ে রয়েছেন। বিরতির পর বায়ার্ন খেলার গতি কমিয়ে দেয়। যে কারণে গোল হজমের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল তারা। তবে ইনজুরি থেকে ফিরে আসা মানুয়েল নুয়্যারের ধারাবাহিক সেভ তাদের রক্ষা করে। ৯০ মিনিটে অলিসের গোল বায়ার্নের জয় নিশ্চিত করে। এর কিছুক্ষণ আগে দাঁড়িয়ে দর্শকদের অভ্যর্থনার জানিয়ে মাঠ ছাড়েন মুলার।