শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

এফএনএস বিদেশ : পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান। ডনের লাইভ প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সা¤প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে সা¤প্রতিক যুদ্ধবিরতি সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভ‚মিকা পালন করেছে, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি; এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ।’ এতে আরও বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি – এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা, দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে।’ ইসলামাবাদ আরও জানিয়েছে, ‘পাকিস্তান পুনর্ব্যক্ত করে যে, জম্মু ও কাশ্মীর বিরোধের যে কোনো ন্যায়সঙ্গত ও স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।’ বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে জড়িত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্যও উন্মুখ, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com