আশাশুনি ব্যুরো \ আগামী ১৬ মে খুলনার শিববাড়ি এলাকায় “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার ও ১৭ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”কে সফল করতে আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার এতিম ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল। সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম নান্টা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা শফিকুল আলম, ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্র নেতা শেখ মনিরুজ্জামান প্রিন্স, সুমন রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দল নেতা খালিদুজ্জামান টিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম ছোট, স ম আক্তার হোসেন, শফিউল আলম সুজনসহ প্রত্যেক ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ। বক্তারা বলেন আগামী ১৬-১৭ মে খুলনার সেমিনার ও সমাবেশ সফল করতে নির্ধারিত সময়ের আগেই সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে হবে। দেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। তাই দলীয় কোন্দলকে পেছনে ফেলে আমাদের দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।