আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন সভাপতি আরিফুল ইসলাম, সংগঠনের সেক্রেটারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ক্যাশিয়ার সুপদ সানা, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, শরিকুল ইসলাম, দেবব্রত মন্ডল, তরুন কান্তি সানা প্রমুখ। সভায় জেলা শিক্ষক সমিতির ডেলিগেট ফি জমা দান, সিলবাস প্রণয়ন, প্রশ্ন প্রণয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।