সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালা সরকারি হাসপাতালের ১০টি এসি আউটডোর ম্যাশিন চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

তলা প্রতিনিধি \ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০টি এসির আউটডোর ম্যাশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে হাসপাতাল কর্তৃপক্ষের এসির আউটডোর ম্যাশিন চুরির বিষয়টি নজরে আসলে তোলপাড় শুরু হয়। এরপরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তালা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, জনগণের সেবা মূলক এই প্রতিষ্ঠান থেকে কে বা কাহারা ১০টি এসির আউটডোর ম্যাশিন চুরি করে নিয়ে গেছে। এ সংক্রান্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে তালা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০টি এসির আউটডোর ম্যাশিন চুরির ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com