বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

টি—টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। প্রথম ম্যাচে ২৭ রানে জয় পায় সফরকারী বাংলাদেশ। তবে ম্যাচের ১৮তম ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। জয়ের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ডেথ ওভারে নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি আরব আমিরাত। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির পর বোলাররা বাংলাদেশকে জয় এনে দেন। বিশেষভাবে পেসাররা সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করেছেন। তিন পেসার তানজিম হাসান, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান মিলে ৭ উইকেট শিকার করেন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার লক্ষ্য বাংলাদেশের। এ মাসের শেষে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে দলের উন্নতি দেখতে চান লিটন। তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের প্রথম লক্ষ্য আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচেই জয়। পাশাপাশি একই সাথে আমরা সম্প্রতি যে জায়গাগুলো নিয়ে কাজ করছি সেখানে উন্নতি দেখতে চাই।’

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত দল: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা এবং সিমরঞ্জিত সিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com