কালিগঞ্জ প্রতিনিধি ॥ গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে (১১ জানুয়ারি) রবিবার বিকেলে সোহরাওয়ার্দী পার্কে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম, রহমাতুল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিরসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর ভাবে স্মরণ করেন। পাশাপাশি তাঁর রূহের মাগফিরাত কামনায়সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন।