এফএনএস: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী ও ‘ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’-এর প্রধান আকি আবে। গতকাল রোববার দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। উপ-প্রেস সচিব জানান, আকি আবে বর্তমানে তার ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বাংলাদেশে অবস্থান করছেন। সাক্ষাৎকালে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার দীর্ঘদিনের ব্যক্তিগত ও আন্তরিক সম্পর্কের স্মৃতিচারণ করেন। আলাপকালে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের ধরন সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা আকি আবেকে জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিশেষ ক্ষেত্রে মনোযোগ দেবেন। ডিজিটাল হেলথকেয়ার: দেশের নারী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করতে একটি ডিজিটাল হেলথকেয়ার সিস্টেম গড়ে তোলা হবে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও দূর থেকে ডিজিটাল পদ্ধতিতে তাদের দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খোঁজখবর এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। তরুণ উদ্যোক্তা তৈরি: তরুণদের কর্মসংস্থান ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। সামাজিক ব্যবসা ও উন্নয়ন: ইতোপূর্বে তিনি যে কাজ করেছেন, সেই ধারা অব্যাহত রাখবেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আকি আবেকে জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন। ‘সাসাকো ফাউন্ডেশনের’ আমন্ত্রণে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেবেন তিনি। এই ফাউন্ডেশনটি মূলত সমুদ্র গবেষণা (ওশেন রিসার্চ) নিয়ে কাজ করে। ওই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত ও গবেষণামূলক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।