ভূরুলিয়া প্রতিনিধি : ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং সমাবেশে গতকাল সকাল ১০টায় ভূরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফর আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ, ওসি তদন্ত ছানোয়ার হোসাইন মাসুম, ভূরুলিয়া বিট অফিসার এসআই আশরাফুল, ভূরুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব এসএম জালালউদ্দিন, সাধারণ সম্পাদক শংকর কুমার তরফদার এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ ও ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।