চলছে রমজান মাস, সঙ্গত কারনে রোজার দিন গুলোতে জন সাধারন বাজার মুখি হয়, মার্কেন মুখি হয় আর বাজার ও মার্কেট মুখি হওয়ার অন্যতম কারন কেনাকাটা। আর এ কারনে সড়কে, যানবাহন বিশেষ ভিড় পরিলক্ষিত হয়। সাতক্ষীরার বাস্তবতায় জেলা শহরের সড়ক এবং সংযোগ সড়ক গুলো সর্বদা যানজটের কবলে, আর বর্তমান রোজার দিনগুলোতে সাতক্ষীরার শহরে যানজটের তীব্রতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের অতি ব্যস্ততম জেলা হিসেবে সাতক্ষীরার পরিচিতির শেষ নেই। অর্থনীতিতে এগিয়ে থাকা সাতক্ষীরা বরাবরই যাতায়াত ও যোগাযোগে বিশেষ ভাবে পিছিয়ে আছে। সাতক্ষীরা অন্যতম জেলায় রেলপথ এবং নৌপথ নেই। জেলার যাতায়াত ও যাগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে বিবেচিত সড়ক পথ যে কারনে শুধু মাত্র যানজটের কবলে সড়ক গুলো তা নয় প্রতিনিয়ত, প্রতিমুহুর্ত সড়ক গুলোতে অবলিলায় ঘটে চলেছে দূর্ঘটনা। গত কয়েকদিন যাবৎ শহরের প্রানকেন্দ্র যানজটের বেহিসেবিতায় আচ্ছন্ন। যতই দিন যাচ্ছে ততোই যানজট নামক ভয়ঙ্কর বিব্রতকর পরিস্থিতির কবলে জেলা বাসি, জেলায় অবিলম্বে রেল পথ সেই সাথে নদী পথ থাকলে সড়ক পথের উপর যেমন চাপ হ্রাস পাবে অনুরুপ ভাবে যানজট সহ দূর্ঘটনা হ্যাস পাবে। সাতক্ষীরা শহরে সা¤প্রতিক সময় গুলোতে যানজটের পাশাপাশি শব্দ দূষনের ভয়াবহতা গ্রাস করেছে। রোজার দিন গুলোতেও থেমে নেই মাইকিং। জেলা বাসির জন্য বর্তমান সময় যানজট এক ধরনের অস্থিরতা এবং বিরক্ত, অবিলম্বে যানজট আর শব্দে দুষণ হতে মুক্তি চায় সাতক্ষীরার জনগন।