স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ রমজান সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে গতকাল বিকালে অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ¦ মো. আব্দুল মান্নান, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, নবজীবনের পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিকেটনিক’র অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, চীফ ইন্সট্যাক্টর (ননটেক) ড. এম.এম নজমুল হক, চীফ ইন্সট্যাক্টর ইলেকট্রনিক্স প্রকৌশলী মো. মাসুম বিলাহ, চীফ ইন্সট্যাক্টর আরএসি প্রকৌশলী কলোল রায়, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিপ্লব কুমার দাস প্রমুখ। সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।