স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সুইড খাতিমুনেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরন করা হয়েছে। গতকাল সকালে অত্র প্রতিষ্ঠানে হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ। এসময় তিনি বলেন, প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, তারা সাধারন মানুষের মত এগিয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলতে পারলেই তারা নিজেরাই সাবলম্বী হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা আক্তার ও সহকারী শিক্ষিকা রুমা রানি প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।