বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ রমজান বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার উপদেষ্টা মহাদ্দিস আবদুল হামিদ। সেক্রেটারি মাওঃ আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি এ্যাডঃ শেখ আবুজার বিন মোসলেম উদ্দিন, ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওঃ মোঃ ওয়াহিদুজ্জামান, ভুরুলিয়া সভাপতি ডাঃ মোঃ জয়নাল আবেদীন, বুড়িগোয়ালিনী সভাপতি মোঃ হযরত আলী, গাবুরা সভাপতি আব্দুলাহ আল মামুন, পদ্মপুকুর সভাপতি জয়নাল আবেদীন, আটুলিয়া সভাপতি এম এম মোস্তফা কামাল প্রমূখ। সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমাবেত হওয়ার জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।