রফিকুল ইসলাম \ নলতা শরীফে হযরত খান বাহাদুর আহছান উলাহ (রাঃ) এর মাজার প্রাঙ্গনে ইফতার করলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। দেশের বৃহত্তম এই ইফতারী আয়োজনে বিপুল সংখ্যক রোজাদারের সাথে ইফতার আগ্রহ সকলের। দৃষ্টিপাত সম্পাদক ইফতার স্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন মিশন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে। তিনি পীর কেবলার মাজার প্রাঙ্গনে ইফতারী আয়োজনে শরিক হতে পেরে বিশেষ স্বস্তি অনুভব করেন। কর্তৃপক্ষের মেহমানদারী ছিল অত্যন্ত সৌহাদ্যময় এসময় দৃষ্টিপাত সম্পাদক সহ সফরসঙ্গী সাংবাদিকরা আভিভূত হন। ইফতার পূর্ব ও পরবর্তিতে পাক রওজা শরীফের খাদেম এর সাথে মত বিনিময় কালে দৃষ্টিপাত সম্পাদক বলেন বিংশ শতাব্দীর মহান সাধক পীর কেবলা হযরত খান বাহাদুর আহছান উলাহ (রাঃ) এর মাজার জিয়ারত, ইফতারী এবং আহছানিয়া মিশন কর্মকর্তা কর্মচারীদের দেখা পেয়ে তিনি অত্যন্ত খুশি। সফরসঙ্গী হিসেবে ইফতার মাহফিলে অংশ নেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, ভোরের পাতার জেলা প্রতিনিধি ডা: মহিদার রহমান, বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম ও দেবহাটা প্রতিনিধি বায়েজিদ বোস্তামী উজ্জ্বল। খাদেম আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এমপি পুত্র জিয়াউল হক, উপস্থিত ছিলেন মিশন সহসভাপতি আলহাজ্ব মো: সাইদুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব এনামুল হক, প্রধান শিক্ষক আনোয়ারুল হক, আ’লীগ নেতা তরিকুল ইসলাম, শিক্ষক আবুল ফজল, খাইরুল হাসান, এবাদুল হক, আলহাজ্ব এসএম কবির হোসেন প্রমুখ। ইফতারীর ব্যবস্থা, আয়োজন, শৃংখলা সহ এ সংক্রান্ত বিষয়ে দৃষ্টিপাত সম্পাদককে ব্রিফিং করেন মিশন কর্মকর্তা খাইরুল হাসান ও হিসাব রক্ষক মো: এবাদুল হক, তারা জানান প্রতিরোজায় অন্তত পাঁচ সহস্রাধীক রোজাদার ইফতার করেন। অত্যন্ত সুষ্ঠ ভাবে আলাহর রহমতে ইফতার কার্যক্রম চলমান। ইফতার পুর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মাও: আবু সাঈদ, মিশন কর্তৃপক্ষ অত্যন্ত যতœ সহকারে বিশৃংখলা মুক্ত পরিবেশ, পাঁচ সহস্রাধীক রোজাদারের ইফতার আয়োজন অন্যন্য অসাধারন।