পাটকেলঘাটা প্রতিনিধি \ সাতক্ষীরা পাটকেলঘাটায় ২টি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুত্বর আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকালে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বলফিল্ড মোড়ে একটি বালু বোঝায় ট্রাক দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝায় ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ২ জন গুরুত্বর আহত হয়। ট্রাক দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উলেখ্য গত ১ সপ্তাহ ঐ সড়কে ৪ জনের মৃত্যু হয়েছে।