বাংলাদেশ বর্তমান সময়ে আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। অতিতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময় আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক অনেক দুর এগিয়েছে এমন এক সময় ছিল যখন একজন রোগীকে ভাল চিকিৎসার জন্য নয় যে কোন ধরনের চিকিৎসার জন্য জেলা সদরে, জেলা শহরের ছুটতে হতো, প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র নিরক্ষর মানুষটির জন্য জেলা শহরে যাওয়া যেমন বিড়ম্বনার বিষয় ছিল অনুরুপ ভাবে দূর দুরান্তের পথ পরিক্রমা পার্থিব বিষয়টিও বিশেষ ভাবে বিব্রত করতো। সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিকে বর্তমান সময় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নত, আধুনিক এক কথায় বলা যায় দেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্ব মানের। যতই দিন অতিবাহিত হচ্ছে ততোই, আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা বিশেষ উন্নতির ধারা স্পর্শ করছে। বর্তমান সময়ে দেশের গ্রামে গ্রামে সরকারি চিকিৎসকের উপস্থিতি, এখানেই শেষ নয় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উলেখযোগ্য সংখ্যক চিকিৎসকের উপস্থিতি গ্রামীন মানুষের চিকিৎসা সেবাকে কাঙ্খিত পর্যায়ে পৌছে দিচ্ছে। বাস্তবতা হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। কয়েক বছর আগেও দেশের রোগীরা উন্নত ও নিরাপদ চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বর্তমান সময় গুলোতে আমাদের দেশের জটিল ও কঠিন রোগীরা দেশেই চিকিৎসা গ্রহন করছে। সা¤প্রতিক সময় গুলোতে আমাদের দেশের চিকিৎসকরা বিশ্বের দেশে দেশে বিশ্ব বাসির চিকিৎসা সেবা দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করছে। আমাদের দেশের চিকিৎসা সেবা এমন পর্যায় অর্থাৎ উন্নতির এমন ধারা স্পর্শ করেছে যে এমন অবস্থা অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে বাংলাদেশ বিশ্বের জন্য চিকিৎসা ব্যবস্থায়, উন্নত চিকিৎসা ক্ষেত্রে রোল মডেল হতে পারে। বাংলাদেশ এগিয়ে চলেছে, আর এই এগিয়ে চলার জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নত কাঙ্খিত ভূমিকা রেখেছে।