শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

শ্যামনগর খানপুর ব্রিজ জনসাধারণের মরণ ফাঁদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ভূরুলিয়া প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের খানপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যমুনার ব্রিজটি যাত্রী সাধারনের মরণ ফাঁদে পরিণত হয়েছে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক পরিদর্শনে আসেন ১নং ভূরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। এসময় তিনি বলেন, ব্রিজটি সংস্কারের পূর্বে সকল প্রকার ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। স্থানীয়রা অভিযোগ করেন ইটভাটার মৌসুমে ফসলের জমি নষ্ট করে প্রতি বছর কয়েক হাজার ডাম্পার মাটি নিয়ে ব্রিজের উপর দিয়ে মানব ইটভাটা বেপরোয়া ডাম্পার চলাচলের কারণে গত বছর ঠিক এই মৌসুমে একই পরিণত হয়। এমনকি ব্রিজের জহুরা বেগম নামের একজন মহিলা ডাম্পার চাপায় নিহত হয়। এবছর কিছুদিন আগে হাবিব নামের একজন ব্যক্তি ডাম্পারের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় এছাড়াও এমন ধরনের ঘটনা অহরহ ঘটছে। ভূরুলিয়ার প্রাণকেন্দ্রে খানপুরের ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে কিন্তু বর্তমানে ইটভাটার কাজে ব্যবহৃত অবৈধ মাটি বহনকারী ডাম্পার চলাচলের কারণে ব্রিজের মধ্যভাগ ভেঙে বসে গিয়েছে যে কারণে এই ব্যস্ত রাস্তাটা এখন অকার্যকর হয়ে পড়েছে। ডাম্পার চলাচলের কারণে রাস্তার দুই পাশে ফাটল ধরে ভেঙে গিয়েছে অবিলম্বে এ ধরনের অবৈধ ডাম্পার চলাচল বন্ধ না হলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে সেজন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার ও উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com