দৃষ্টিপাত রিপোর্টার \ সাতক্ষীরার ঈদ বাজার জমে উঠেছে। ঈদুল ফিতরের ঈদ আনন্দের অন্যতম উপকরন নতুন পোষাক আর তাই রোজা শুরুর সাথে সাথেই ঈদ প্রস্তুতি শুরু হয় তার প্রধান মাধ্যম কেনাকাটা। সাতক্ষীরায় এবারের বাস্তবতায় রোজার প্রথম দিকে বিপনী বিতান গুলোতে ক্রেতাদের খুব বেশী উপস্থিতি না ঘটলেও গত দুই দিন যাবৎ শহরের মার্কেট সহ বড় বড় বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। ক্রেতাদের বিশেষ আকর্ষন সৃষ্টি ও দৃষ্টি ফেরাতে পরিচিত অপরিচিত, প্রতিষ্ঠিত, সদ্য প্রতিষ্ঠিত বিপনী বিতান গুলোতে লাইটিং এবং প্রবেশ পথে সুদৃশ্য তোরন শোভা পাচ্ছে। শহরের সড়ক গুলোতেও মার্কেটের দৃষ্টি আকর্ষন করে তোরন চোখে পড়েছে। শহরের প্রবেশ পথ গুলোতে জনস্রোত বইছে, হিমসিম খাচ্ছে ভিড় সামলাতে ট্রাফিক পুলিশ, শহরের বাইরে হতে শহর মুখি হওয়ার প্রবনতা অন্যান্য বছরের তুলনায় এবার বেশী। বিভিন্ন উপজেলা হতে ক্রেতারা মাইক্রো, ইজিবাইক, মহেন্দ্র এবং মোটরসাইকেল চেপে আসছে শহরের বিপনী বিতান গুলোতে। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে এবারের কেনা কাটায় ক্রেতারা কেবলমাত্র নামীদামী মার্কেটে বা বিপনী বিতান গুলোতে যাচ্ছে তা নয় শহরের সকল এলাকার মার্কেট ফুটপথে, অস্থায়ী জামা কাপড়ের মার্কেটেও ভিড় জমাচ্ছে, পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি কোন ভাবেই কম নয়। থানা সড়ক পাকাপুলে বইছে জনস্রোত, ক্রেতারা শুধুমাত্র নতুন পোষাকের দিকে ঝুকছে তা নয়, স্যান্ডেল, জুতা, প্রসাধানী, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাব পত্র সবই চাহিদার ক্ষেত্র হিসেবে দেখা যাচ্ছে। দর্জির দোকান গুলোতে ইতিমধ্যে নতুন অর্ডার নিতে অনিহা দেখাচ্ছে, মেয়েদের পোশাক যেমন বিক্রি হচ্ছে তদ্রুপ পুরুষদের পাঞ্জাবীর চাহিদা ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে। একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানাগেছে বিগত দুইটি ঈদ কেনাকাটায় তেমন ক্রেতাদের উপস্থিতি ছিল না মহামারী করোনার কারনে কিন্তু এবার সেই প্রতিকুল পরিস্থিতি নেই বিধায় ক্রেতারা ব্যাপক ভাবে আসছে। সকাল নয়টার পর থেকে রাত বারটা কোন কোন বিপনী বিতান গুলোতে তারও বেশী সময় পর্যন্ত ক্রেতাদের আনাগোনা থাকছে। সন্ধ্যায় ইফতারীর জন্য বিরতি আর অবসর নেই, ক্রেতাদের পছন্দের পন্য প্রদর্শনে ব্যস্ত সেই সাথে নতুন নতুন আইটেমের উপস্থিতি ক্রেতাদের জন্য কোন কোন ক্ষেত্রে বাজেলফিল হচ্ছে। কেবল শহরের বিপনী বিতান গুলোতে নয়, জেলার সাতটি উপজেলার মার্কেট গুলোতে ভিড়ের শেষ নেই। সব স্রোত মিলতে চাইছেছ কেনা কাটায়। আত্যাধিক জন সমাগনের কারনে শহরের সড়কগুলোতে যানজটের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতারা এক মার্কেট হতে অন্য মার্কেটে ঘুরছে পছন্দের পন্যের খোজে, আর ব্যবসায়ীরা কোন ধরনের বিরক্তি ছাড়াই একের পর এক পন্য প্রদর্শন করে চলেছে।