বিশ্ব মুসলিম স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদ। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলিম বিশ্বের জন্য খুশির বার্তা নিয়ে আসে। বর্তমান সময় চলছে রোজা, একমাস সিয়াম সাধনা তথা রোজার পর সমাগত ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশে চলছে রোজা, আর কয়েকদিন পরই দেখা মেলবে খুশির ঈদ ঈদুল ফিতর। ইতিমধ্যে ঈদ প্রস্তুতি শুরু হয়েছে। ঈদের খুশি একে অপরের মাঝে ভাগাভাগির অন্যতম মাধ্যম উপহার সামগ্রী, অর্থাৎ একে অপরকে উপহার প্রদান করা। গত কয়েকদিন যাবৎ ঈদ বাজার শুরু হয়েছে জোরে সোরে। ঈদের অন্যতম আকর্ষন এবং প্রত্যাশা নতুন পোষাক। সাতক্ষীরার বাস্তবতায় গত কয়েকদিন যাবৎ ঈদ কেনাকাটা জোরে সোরে শুরু হয়েছে। সাতক্ষীরা শহরে প্রতিদিনই কেনাকাটা করতে জনসাধারনের ব্যাপক উপস্থিতি লক্ষনীয়। মার্কেট গুলোতে ব্যাপক ভিড় সকলেরই লক্ষ্য কাঙ্খিত ও পছন্দের জিনিস। ক্রেতারা এক মার্কেট হতে অন্য মার্কেটে ঘুরছে তো ঘুরছেই। এবারের কেনা কাটায় শহরের নামী দামী মার্কেট গুলোর পাশাপাশি অপেক্ষাকৃত ছোট পরিসরের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেই ক্রেতারা উপস্থিত হচ্ছে। সাতক্ষীরা শহর দৃশ্যতঃ নতুন সাজে সেজেছে। মার্কেট গুলোতে আলোক সজ্জা করে ক্রেতা সাধারনের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে। দরদামের বিষয়টিও বিশেষ ভাবে পরিলক্ষিত হচ্ছে। সাতক্ষীরার উপজেলা ভিত্তিক মোকামগুলোতেও চলছে ঈদ কেনাকাটা। শহরের বিভিন্ন বিপনী বিতান গুলোতে চলছে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। এবারের ঈদে কেবলমাত্র নতুন পোশাক নয় আসবাব পত্র ইলেকট্রিক সামগ্রীর ব্যাপক চাহিদা বিশেষ ভাবে পরিলক্ষিত হচ্ছে। ঈদ কেনা কাটা নির্ভিঘœ হোক এই প্রত্যাশা।