স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজান আমাদের মাঝ থেকে প্রায় বিদায় নিচ্ছে। শেষ মুহুর্তে ইফতারের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। গতকাল ছিল মাহে রমজানের ২৭তম দিন। রমজানের শুরু থেকে সাতক্ষীরায় ইফতারের দোকান গুলোতে ছিল লোভনীয় সকল খাদ্য সামগ্রী। গতকাল দুপুরে শহরের ইফতারের দোকান গুলোতে দোকানীরা বাহারী ইফতারী পরসা সাজাতে শুরু করে, এবারের ইফতারের মধ্যে ছিল পেয়াজু, বেগুনি, চপ, ছোলা, চিকেন ফ্রাই, গ্রিল, এখানেয় শেষ নয়, দোকান গুলিতে শাহী জিলাপী ও ফিরনীও ছিল বেশ লোভনীয়। শহরের বাসটার্মিনাল, খুলনারোড, নারকেল তলা, আমতলা, নিউমার্কেট, ইটাগাছা হাটের মোড়, ডেনাইট কলেজ মোড় সহ বিভিন্ন এলাকার দোকানে সাজানো ছিল বাহারী ইফতার সমাহার। দীর্ঘ ১৪ ঘন্টা সময় অপেক্ষা করে এবার ধর্মপ্রান মুসলমান রোজা রাখছেন। ইফতারের পূর্বে সকলে চায় একটু মুখরোচক খাবার। ইফতারের পূর্বে দোকান গুলিতে যে ফুসরাতের সময় নেই। দম দিয়ে একে একে ক্রেতাদের চাহিদা মত ইফতার সামগ্রী সরবরাহ করছেন। সাতক্ষীরায় বিগত বছরের তুলনায় এবার ইফতারের দোকানে ক্রেতাদের ভীড় ছিল বেশ লক্ষনীয়।