স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার ২ গুনি চিকিৎসকের দুই মেধাবী কন্যা মহিলা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা উভয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেন। মেধাবী শিক্ষার্থীরা হলেন, সাতক্ষীরায় বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জাকির হোসেন ও মিসেস শামীমা জাকিরের গর্বিত কন্যা জেড আই তাহিয়াত। অপর জন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডাঃ জয়েন্ত সরকারের কন্যা সায়ন্তনী সরকার। খোজখবর নিয়ে জানাগেছে, সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তনী জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক আয়োজনে অংশ গ্রহন করে বিশেষ কৃর্তৃত্ব অর্জন করে একাধিক পুরুস্কারে ভূষিত হয়েছে। বিশেষ করে জেলায় বিভিন্ন সরকারী অনুষ্ঠান গান, নাচ, অংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ উর্দ্ধতন কর্মকর্তার হাত থেকে পুরুস্কার গ্রহণ করেছেন। সায়ন্তনী ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। তার পিতামাতা সকলের কাছে আর্শিবাদ কামনা করেছেন। ইহাছাড়া জেড আই তাহিয়াত সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে শুধু লেখাপড়ায় সফলতা অর্জন করেনি। বইয়ের বাহিরে সাংস্কৃতিক অঙ্গনে ও তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। ছবি অংকন, আবৃত্তি গান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে স্থানীয় বিভাগীয় এবং জাতীয় পর্যায় থেকে ছিনিয়ে এনেছেন বরেণ্য ব্যক্তিদের হাত থেকে অসংখ্য পুরুস্কার। তাহিয়াত ভবিষ্যতে বাংলাদেশ সেনা বাহিনীর চিকিৎসক হতে চাই। তার পিতা মাতা সকলের কাছে দোয়া চেয়েছেন। ক্যাডেট কলেজে চান্স পাওয়া অত্যান্ত চ্যালেঞ্জিং হলেও এই দুই চিকিৎসকের কন্যা সাতক্ষীরায় সম্মান উচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। তারা আমাদের জেলাবাসীর গর্ব, আগামীতে তাহিয়াত ও সায়ন্তনী ভাল কিছু অর্জন করবে এই প্রত্যাশা জেলাবাসীর।