এফএনএস স্পোর্টস: সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে দলটি। এরপর চারটি বিশ্বকাপ কেটে গেলেও আর বিশ্বকাপ জেতিনি ব্রাজিল। এবার ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে র্যাংকিংয়ের শীর্ষে থাকা এই দলটি। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ জিতেই ২০২২ সালটা শেষ করতে চান তিনি। স¤প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই। ’ নেইমার আরো বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। আমি দুটি বিশ্বকাপ খেলেছি এবং আমি জানি কিভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার সুযোগ হাতছাড়া করতে চাই না। ’ সূত্র : গোলডটকম