স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার শ্যামনগরে শিশু সন্তানকে সাথে নিয়ে প্রেমিকর সাথে ঘরছাড়া গৃহবধুর কবল থেকে শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত আদম গাজীর পুত্র আব্দুল অহেদ গাজী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আনুমানিক ৮ বছর পূর্বে একই উপজেলার দাদপুর গ্রামের হযরত আলীর কন্যা হোসনেয়ারা খাতুনের সাথে আমার পুত্র সুকরুল হাসানের ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে আমার পুত্রের ঔরশে মোস্তফা বুলবুল নামের সন্তান রয়েছে। আমার পুত্র জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করেন। এ সুযোগে পুত্রবধু পশ্চিম আটুলিয়া গ্রামের বাবু মন্ডলের পুত্র প্রসেনজীতের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানার পরও শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে নিয়ে সংসার করার চেষ্টা করে যাচ্ছিল আমার ছেলে। ইট ভাটায় কাজ শুরু হলে আমার পুত্র সুকরুল হাসান যথারীতি ইটভাটা চলে যাওয়ার পর হোসনেয়ারা পরিকল্পিতভাবে পরোকিয়া প্রেমিক প্রসেনজীতের সাথে গত ১৪ জানুয়ারি ২২ বাপের বাড়ীতে বেড়ানোর নাম করে চলে যায়। কিন্তু আর বাড়ি ফিরে না আসায় আমরা তার পিতার বাড়িসহ আতœীয় স্বজনদের বাড়িতে খোজ খবর করলেও কোন সন্ধান না পেয়ে ১৯ জানুয়ারি ২২ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং- ৮৮২। পরবর্তীতে খোজ খবর নিয়ে জানতে পেরেছি পুত্রবধু পরোকিয়া প্রেমিক প্রসেনজীতের সাথে ঘর ছেড়েছে। পুত্র আমাদের কে বিভিন্নভাবে হয়রানিকরাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। হিন্দু যুবকের সাথে পালিয়ে যাওয়া হোসনেয়ারার কাছ থেকে পোতাকে উদ্ধারের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।