পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২০ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রানলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজ প্রতিষ্ঠাতা কালীণ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, কলেজ অধ্যক্ষ মো: হাবিবুলাহ বাহার, পাইকগাছা থানা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, হরিঢালী ইউপি চেয়ারম্যান মোঃ জাফর সিদ্দিকী রাজু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি মেহেরুনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যাপক ময়নুল ইসলাম প্রমুখ। এছাড়া কপিলমুনি কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে কপিলমুনি কলেজ থেকে ২০২০ সালে উত্তীর্ণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত বাঁধন, নাইমুল, মুজাহিদ, মেহেদীসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে কলেজের পক্ষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু, প্রধান আলোচক সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত পলব। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, কপিলমুনি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ময়েজউর রহমান।