কুল্যা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় ডলি খাতুন নামের গৃহবধুর অকাল মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। পারিবারিক সূত্রে জানাগেছে, সদ্য প্রয়াত গৃহবধু ডলি খাতুন কুল্যা গ্রামের আব্দুল খালেক সরদারের বড় মেয়ে ও একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ছিলেন তিনি। গত কয়েকদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ডলি খাতুন। ঈদের দিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে তিনি হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকী ফেরদৌস পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম এবাদুল হক, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, আওয়ামীলীগ নেতা রমজান আলী, ডাঃ কবিরুল ইসলাম, এস কে রাজা, সমাজ সেবক রুস্তম আলী, আলী মুনছুর সরদার, ইদ্রিস আলী, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ ওবাইদুলাহ। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ভাই, বোন, স্বামী ও ৩কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গৃহবধুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।