স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ৫৫০ এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৮টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত নির্বাচন চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি সম্পাদক সহ ২১ পদের বিপরীতে ৬৮ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনের পূর্বে সাতক্ষীরা জজ কোট চত্ত¡র লিফলেট, ফেস্টুন, ব্যানারে সাজিয়ে ফেলেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোট কেন্দ্রের সামনে পথে দাড়িয়ে ভোটারদের কাছে নিজ প্রার্থীর জন্য ভোট চান সমর্থকরা। নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করায় ছিল তাদের নানা কর্মযজ্ঞ। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর মটর শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। নির্বাচনে সভাপতি পদে হরিন প্রতীকে সাবেক সভাপতি আরশাদ আলী খোকা এগিয়ে রয়েছেন। সাধারন সম্পাদক পদে ছাতা প্রতীকে সাবেক সাধারন সম্পাদক মো: জাহিদুর রহমান এগিয়ে রয়েছেন। সভাপতি, সাধারন সম্পাদক উভয় বিগত দিনে দায়িত্ব পালন করেছেন। মোট ২১৩৪ জন ভোটারের মধ্যে আনুমানিক ১১০০শত ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল। প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।