এফএনএস বিদেশ : মিশরে সশস্ত্র হামলায় সামরিক বাহিনীর এক কর্মকর্তাসহ বাহিনীর অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ওই হামলায় ৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। সিনাই উপত্যকায় সুয়েজ খালের পূর্ব পাশের একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী উপর এই হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী বাহিনীকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া এবং অবরুদ্ধ করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৈন্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রতিশ্র“তি দিয়েছেন। সিনাইয়ের দুই বাসিন্দা বলেছেন, হামলাটি ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে হয়েছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী অতর্কিত হামলার দায় স্বীকার করেনি। এটি সা¤প্রতিক বছরগুলোতে মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলা।