বিশেষ প্রতিনিধি \ গভীর রাতে এক দোকান আগুনে পুড়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর মোড়ে হয়েত আলীর দোকানে এঘটনা ঘটে। এব্যাপারে হয়েত আলীর পুত্র জিয়ারুল ইসলাম বাদি হয়ে শত্র“তামূলকভাবে কে বা কাহার আগুন দিয়ে ক্ষতি করেছে বলে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, হয়েত আলী ইন্দ্রনগর মোড়ে দীর্ঘ দিন যাবত চা ও খাবারের দোকান করে জিবিকা নির্বাহ করে আসছে। প্রতি দিনের ন্যায় গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ১টার দিকে কে বা কাহার শত্র“তামূলকভাবে আগুন দিয়েছে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে হয়েত আলীর পুত্র জিয়ারুল ইসলাম রবিবার সন্ধ্যায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এব্যাপারে জানার জন্য রবিবার রাত ৯টায় ৪১মিনিটে কালিগঞ্জ থানায় ফোন দিলে রিসিভ হয়নি।