সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান করা হয়েছে। গতকাল মাগরিববাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদে জেলা শ্রমিক লীগের আহবায়ক মো: আব্দুলাহ সরদার বলেন, স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ সারা জীবন মানুষের কল্যানে কাজ করেছেন। মহান আলাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি ব্যতিত পূর্বের কমিটির অন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে অথবা তাদের নেতৃত্বে কোন কার্যক্রমে অংশগ্রহণ না করার আহবান জানান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব মো: রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুল আজিজ বাবু, জাকির হোসেন টিটু, শেখ ফিরোজ হোসেন, সানাউলাহ বাবু, সেলিম হোসেন ও সাইফুল ইসলাম সহ মসজিদের মুসলিবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি