কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল পৌনে ৪টায় উপজেলা ল্যাবরেটরী স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকোনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আক্তারুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, শিক্ষিকা কনিকা সরকার, মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ছকিনা পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে সফল তিন মা উম্মে হানী সাথী, মঞ্জুয়ারা খাতুন ও নাদিরা পারভীনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।