স্টাফ রিপের্টার ঃ বিদ্যালয় শিক্ষার্থীদের দ্বিতীয় বাসভবন, দ্বিতীয় পরিবার। শিশুমন বিকাশে, প্রবৃদ্ধিতে, উন্মুক্ত আবহাওয়া আর স্বাস্থ্য বিধির ক্ষেত্র হিসেবে বিদ্যালয় প্রাঙ্গন হবে উপযুক্ত। খেলাধুলা, হৈ হুলোরের অবারিত মাধ্যম হবে বিদ্যালয় মাঠ। কিন্তু উন্মুক্ত মাঠের পরিবর্তে বিদ্যুৎবাহিত তারের খুটি যখন মাঠে অবস্থান করে তখন সেই মাঠ শিশু শিক্ষার্থীদের জন্য কতটুকু নিরাপদ? এমনই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার সাতানী সরকারি বালিকা বিদ্যালয় মাঠ, যে মাঠটিতে বিদ্যুতের খুটি অবস্থিত। কোমলমতি শিক্ষার্থীরা উন্মুক্ত স্থানের পরিবর্তে বিপদজনক পরিস্থিতির মুখোমুখি, খেলাধুলার পরিবেশ কেবল বিনষ্ট হচ্ছে তা নয় শিক্ষার্থীরা স্বাভাবিক স্বাচ্ছন্দ চলাফেরাও করতে পারছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রকিবউদ্দীন শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, অভিভাবকরা ও আতঙ্কিত। ইতিমধ্যে প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে বিষয়টি অবহিত করলে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন পলী বিদ্যুৎ জেনারেল ম্যানেজারকে খুটি অপসারনের তাগিদ দিলে জেনারেল ম্যানেজার বিদ্যালয় পরিদর্শন করলেন সমস্যার বিষয়টি অবগত হন, উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসিকে খুটি অপসারনের আশ্বাস দেন। কিন্তু খুটি অপসারন হইনি, আতঙ্ক এর নিরাপত্তাহীনতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন বলেন আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে পলী বিদ্যুৎ কর্তৃপক্ষ অবিলম্বে খুঁটি সরিয়ে নেবেন এবং বিষয়টি তাদেরকে বার বার তাগিদ দিয়ে আসছি।