পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর কামালকাটি বেড়িবাঁধের রাস্তাটি চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি প্রয়োজন দ্রুত সংস্কারের। ঘুর্নিঝড় আইলার পরে রাস্তাটি সংস্কার হলেও বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত অত্র অঞ্চলের মানুষেরা হাট-বাজার, স্কুল-কলেজে, জেলা-উপজেলা সহ বিভিন্ন কাজে মটর সাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন যোগে দেশের বিভিন্ন প্রান্তরে যাতায়াত করে থাকে। পদ্মপুকুর ইউনিয়ন অত্র এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। স্থানীয় ভুক্তভোগীরা জানান, এখন শুষ্ক মৌসুমে রাস্তার এ অবস্থা সামনে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির মধ্যে এ রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার দাবি জানিয়েছে ভূক্তভোগী এলাকাবাসী।