শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

শ্যামনগরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হলেন যুবক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে আব্দুস সাত্তার নামে এক যুবকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সাত্তার ৬ জনকে বিবাদী করে সদর ইউপি চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ৩০ শে এপ্রিল দুপুর ১২টায়। ঘটনা ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাহমুদপুর গ্রামের আফছার গাজীর পুত্র আব্বাস গাজী (মিঠু), আফজাল, জং আনজুয়ারা, মৃতঃ কোরবান মোল্যার পুত্র আমির মোল্যা, আমির মোল্যার পুত্র রফিকুল, জং খায়রুন নেছা সহ অজ্ঞত আরও কয়েক জন ছফুর আলি গাজীর পুত্র আব্দুস সাত্তারের বাড়িতে গিয়ে তার উপর হামলা ও মুদিখানার দোকানে গিয়ে লুটপাট করে। এ ঘটনার পাঁচ মাস আগে কোরবান মোল্যার পুত্র আমির মোল্যার পাওয়ার ট্রিলারে জমি চাষ করে নেন। এসময় সাতশ টাকা বকেয়া পড়ে। পাওনা টাকা চাইতে গেলে আমির মোল্যা প্রায় সময় সাত্তারকে অকর্থ্য ভাষায় গালি গালাজ করে টাকা আদায় করে নিতে বলেন এবং টাকা দিতে পারবে না বলে তাড়িয়ে দেয়। এই পাওনা টাকা কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সাত্তারের বাড়ির উপর অবস্থিত মুদিখানার দোকানের এসে উক্ত অভিযুক্ত ব্যক্তিরা হামলা চালিয়ে দোকানের মালামাল লুটপাট ও ক্যাশে থাকা টাকা নিয়ে যায় এবং আব্দুস সাত্তার সহ তার মা ও স্ত্রীর উপরে এলোপাতাড়ি হামলা করে এবং খুন জখমের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের সন্ত্রাসী আক্রমণে আব্দুর সাত্তার সহ তার পরিবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিবাদী গন প্রভাবশালী হওয়ায় নিরুপায় হয়ে বাদী আব্দুস সাত্তার এর প্রতিকার চেয়ে শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং উক্ত বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com