বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধর কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তাটি উন্নয়ন কাজে ধীরগতি জনসাধারণ ও কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। এদিকে এই রাস্তা দিয়েই প্রতিদিন শ্রীধরকাটি, বেজুয়া ফরিদপুর গ্রামের শত শত মানুষ চলাচল করে থাকে। গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে নিয়ে যেতে হয় একমাত্র এই রাস্তাটি দিয়ে। গত সাত মাস আগে এই রাস্তাটি কার্পেটিং এর জন্য উদ্বোধন করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, সেই থেকে রাস্তাটি মাটি খুড়ে রাখেন ঠিকাদার প্রায় দেড় কিলো এই সড়কে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। এছাড়া বর্ষা হলেই হাটুপানি জমে থাকে, এদিকে রাস্তাটি দ্রুত সংস্কার না হলে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। গত সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় এক দিনের বর্ষায় রাস্তাটির যে অবস্থা তা যেন দেখার কেউ নেই। স্থানীয় বাসিন্দা শ্রীধর কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, মানবাধিকার কর্মি ইউনুস মোড়ল, মধুসূদন সহ অনেকেই জানান, দীর্ঘদিন পর গতকাল থেকে রাস্তায় বালু ফেরানোর কাজ শুরু হয়েছে, তবে কবে নাগাদ এই রাস্তার কাজ শেষ হবে তা আমাদের জানা নেই।