পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি \ ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার দুপুর ১টায় অত্র ইউনিয়নের ১৭৫নং দক্ষিণ পাখিমারা সাইক্লোন সেন্টার ও কামালকাটি সহ বিভিন্ন জায়গায় বেড়িবাঁধের মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, উপজেলা সিপিপি কর্মকর্তা মুন্সি নুর মোহাম্মদ সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।